গজারিয়ায় টেংগারচর ইউনিয়নে ৪৫ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৬:২৬ অপরাহ্ন / ৩৬৯
গজারিয়ায় টেংগারচর ইউনিয়নে ৪৫ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে । ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে কামরুল হাসান ফরাজী জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন।

এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের অভিযানের সময় খাদ্য সহায়তা হিসেবে এই চাল দিচ্ছে। এছাড়াও সরকার জেলেদের আরো সহযোগিতা করার চিন্তা করতেছে।যাতে অভিযানের সময় জেলেরা অন্তত তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে। আপনাদেরও দায়িত্ব অভিযানের সময় নদীতে মা ইলিশ ধরতে না যাওয়া। আমি আশা করি এই ২২ দিন আপনারা মা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি পরিষদের সচিব মিনহাজুল ইসলাম, হিসাব সহকারী সানাউল্লাহ, আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, স্বনা আক্তার, মোকাম্মেল, নাসিম মিয়া,মুছা মিয়া, আলআমিন, জসিম মিয়া, প্রমুখ।টেংগারচর ইউনিয়নের ৪৫ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।