ডেস্ক রিপোর্ট
মতবিনিময় সভা শেষে জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আমরা আজ বাংলাদেশ জাসদের সাথে মতবিনিময় করেছি। বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনজীবনে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, লক্ষ কোটি টাকা লুটপাট-পাচার করেছে, রিজার্ভ ফাঁকা করে দিচ্ছে। বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা তা থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাসদের সাথে মতবিনিময়ে আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছি। তারাও আমাদের সাথে একমত হয়েছেন যে, ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন যাতে না হয় সে বিষয়ে তারা সক্রিয় ভূমিকা রাখবেন।’
‘আমাদের মতো তারাও মনে করেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার ও শাসন ব্যবস্থার সংস্কার দরকার। ক্রমাগত লুণ্ঠন ও অর্থপাচারের মাধ্যমে বর্তমান সরকার জনগণের জীবনকে যে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে তার বিরুদ্ধে এবং এ রকম বিভিন্ন ইস্যুতে জনগণের মধ্যে ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে গণতন্ত্র মঞ্চ এবং বাংলাদেশ জাসদ সক্রিয় ভূমিকা পালন করবে।’
নাজমুল হক প্রধান বলেন, বাংলাদেশ জাসদ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে সক্রিয়ভাবে মাঠে থাকবে। বর্তমান সরকারের সীমাহীন লুটপাট-অর্থপাচা
আপনার মতামত লিখুন :