গুইমারা রিজিয়নের আয়োজনে শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ৮:২৫ অপরাহ্ন / ৪৭১
গুইমারা রিজিয়নের আয়োজনে শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উদযাপন করেছে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন। শুক্রবার (০২ ডিসেম্বর) ঐতিহাসিক দিবসটি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আয়োজনে সম্প্রীতি র‌্যালি,আলোচনা সভা, মানবিক সহায়তা,বিনামূল্যে চিকিৎসা সেবা, সম্প্রীতি মেলা, প্রীতি ফুটবল খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গুইমারা রিজিয়নের সকল জনসাধারণ ধর্ম, জাতি ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত সকল কর্মসূচীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। সকালে জালিয়াপাড়া বাজার থেকে সকল জনসাধারণ কাধে কাধ মিলিয়ে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।এছাড়াও পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল মো: সোহেল আহমেদ,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল আলম,রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন , গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাব্বি রহমান রবি, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী হ্যাপি মারমা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা পার্বত্য শান্তি চুক্তির সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে পার্বত্যাঞ্চলের উন্নয়নমূলক কর্মকান্ড এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অবদান বর্ণনা করেন। আলোচনা শেষে সম্প্রীতি মেলা উদ্বোধন, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় গরীব ও দুস্থ্য জনসাধারণের মধ্যে ১৫০টি শীতবস্ত্র, ১০টি সোলার প্যানেল, ১০টি সেলাই মেশিন, ১১টি পরিবারকে গৃহনির্মানের জন্য আর্থিক সহায়তা, ০৬টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, ২৭ জনকে চিকিৎসার জন্য অনুদান এবং ২০ টি দুস্থ্য পরিবারকে আর্থিক সহায়তাসহ সর্বমোট ২২৮টি পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা দেওয়া হয়। বিকালে সকল সম্প্রদায়ের জনসাধারণের অংশগ্রহণে একটি উপভোগ্য প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কর্তৃক খেলায় অংশগ্রহণকৃত সকলের মাঝে পুরস্কার প্রদান করা হয়।শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেন, গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর সরকার ও পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়।


There is no ads to display, Please add some