গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ।


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ১০:৪৫ অপরাহ্ন / ৪৪৭
গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ।

 

রবিউল ইসলাম মিনাল
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে গোদাগাড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।জানা যায় আঁখি আক্তার নওগাঁ নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।

সোমবার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়,প্রেম থেকে বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর।অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।শেষ সোমবার সাড়ে চারটার দিকে গলাই ফাঁস নেয় আঁখি আক্তার।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে।লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


There is no ads to display, Please add some