গোদাগাড়ীতে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ১০:৩০ অপরাহ্ন / ৩৮৭
গোদাগাড়ীতে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।

 

মোঃ রবিউল ইসলাম মিনাল
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে হতে মালিকবিহীন ১০২.৭২ কেজি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩১ অক্টোবর সোমবার আনুমানিক ৯টা ৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্ট হতে ০৯ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত শুন্য রেখা হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন নিমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০২.৭২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক করে। আটককৃত মূর্তির আনুমানিক সিজার মূল্য ১,০২,৭২,০০০/-(এক কোটি দুই লক্ষ বাহাত্তর হাজার) টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করা সম্ভব হয়নি জানা গেছে।