রবিউল ইসলাম মিনাল
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুর গোরস্তান এলাকায় প্রাইভেট কার যার নম্বর (চট্রো মেট্রোগ-১১-৮৭০২)
ও নসিমনের (ভুটভুটি) সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ঢাকা জেলার সাভার এলাকার মহিউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম(৬৫), চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলাকার নুরুল হকের স্ত্রী লাকি বেগম (৫০) ও ভোলা জেলার চরফাশন উপজেলার লিটন (৩৫) ।গোদাগাড়ী ফায়ার সার্ভিসের টিম
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেছেন।
শনিবার (১২ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে সাতটার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আকবর আলী বলেন , ঢাকাগামী প্রাইভেট কারটির গোদাগাড়ী থেকে ছেড়ে আসা সার বোঝায় নসিমনটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন কারের যাত্রী গুরুতর আহত হয়।আমরা খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হই এবং আহতা ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।
আপনার মতামত লিখুন :