গোদাগাড়ীতে ৪ এপিবিএন, বগুড়ার অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৭:২৩ অপরাহ্ন / ৪২০
গোদাগাড়ীতে ৪ এপিবিএন, বগুড়ার অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ রবিউল ইসলাম মিনাল,
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ীতে অদ্য ২৮/১০/২০২২ খ্রিঃ ০৫.৩৫ ঘটিকার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন রেলবাজার বারইপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সজল ডাক্তার এর বসত বাড়ীর দক্ষিনে পদ্মা নদীর ধারে সিড়ির উপর হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। শী সুকুমার মন্ডল (২৮), পিতা-শ্রী লক্ষী মন্ডল, মাতা-পার্বতী রানী, সাং-রেলবাজার বারইপাড়া, (ওয়ার্ড নং-৪, গোদাগাড়ী পৌরসভা), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করতঃ তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) উৎপল কুমার সরকার, এসআই (নিঃ) আবু হানিফা, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ আহসান হাবিব, কং/মোঃ নাজমুস সাকিব এবং নারী কং/মোসাঃ পপি আক্তার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে