গোদাগাড়ীর ২ শীর্ষ মাদক ব্যবসায়ী পাবনায় র‌্যাবের অভিযানে হিরোইন সহ আটক ।


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন / ৪৪৯
গোদাগাড়ীর ২ শীর্ষ মাদক ব্যবসায়ী পাবনায় র‌্যাবের অভিযানে হিরোইন সহ আটক ।

 

মোঃ রবিউল ইসলাম মিনাল….
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:…
পাবনায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ববিবার রাত ৮:৫০ মিনিটের সময় তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন,( ১)রাজশাহী গোদাগাড়ী দাঁত ঝিকড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মো. মামুনার রশিদ ফিটু কদম (৪২) এবং একই জেলার (২)গোদাগাড়ী থানাধীন সাগুয়ান এলাকার শীষ মোহাম্মদ শিশু পার এর ছেলে মো. শামসুল আলম (৪৩)। সম্পর্কে তারা মামা ভাগ্নে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশ তলার মোড়স্হ দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ২১২ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহনের কাজে ব্যবহৃত খড় বোঝাই ১টি ট্রলি , ২টি মোবাইল, ৪টি সিমকার্ড, নগদ ৭২০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিনের পরিচালিত এই মাদক ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজেদের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ/ মনি ২১


There is no ads to display, Please add some