গোদাগাড়ীতে মডেল থানার পুলিশের অভিযানে ১২৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ৪


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৯:২৫ অপরাহ্ন / ৪২৫
গোদাগাড়ীতে মডেল থানার পুলিশের অভিযানে ১২৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ৪

 

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য হেরোইন সহ ৪ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।উপজেলার দিয়ার মানিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

১৯ (অক্টোবর) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে তাদের ১২৫০ গ্রাম মাদক সহ গ্রেফতার করা হয়। অভিযানের সময় সুজনকে হাতেনাতে মাদক সহ গ্রেফতার করা হলেও অপর আসামীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে তাদেরও গ্রেফতার করতে সক্ষম হয় গোদাগাড়ী থানা পুলিশ।

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে নিবিড় নজরদারীর মধ্য দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামী,(১)ইউসুফ আলীর ছেলে মোঃ সুজন আলী(১৯),(২)সোলেমান আলীর ছেলে জহুরুল ইসলাম ভোদল (২৮) ও(৩) মোঃ জনি(২৩),(৪) (অজ্ঞাত)

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

পুলিশ জানায়, আসামীরা দীর্ঘদিন যাবত ইন্ডিয়া থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচার করে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি থাকে।এভাবেই তারা এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে প্রভাব বিস্তার করেন।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম


There is no ads to display, Please add some