গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযানে ২কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট গ্রেপ্তার।


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন / ৪০৯
গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযানে ২কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট গ্রেপ্তার।

 

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার সময় গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া কলোনীপাড়া গ্রামের মোঃ টুনু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর অভয়া কামারপাড়া গ্রামের একটি রাইচ মিলের সামনে একজন মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 


There is no ads to display, Please add some