চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় গ্রাম পুলিশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১০:৪১ অপরাহ্ন / ৪২৭
চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় গ্রাম পুলিশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মজিবর রহমান, গাইবান্ধা
চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। রোববার (৩০ অক্টোবর) দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল ও কলেজের সামনে এ কর্মসূচি পালন করে গ্রাম পুলিশরা।

পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার দুই শতাধিক গ্রাম পুলিশ তাদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনটির জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক হবিবর রহমান খাঁনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র ছয় হাজার টাকা মাসিক বেতনে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিটি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


There is no ads to display, Please add some