স্টাফ রিপোর্টোরঃ
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের দারা অব্যহত রাখতে, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীকে একতাবদ্ধ হয়ে বিজয়ী করতে তৃনমুল নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে (বৃহস্পতিবার) ২৭ অক্টোবর সকাল ১১ টায় পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামিলীগের আহবায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -১ (চাটখিল – সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খান সোহেল, জেলা আওয়ামিলীগের সমন্বয়ক ড.ফারুক আহমেদ, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার ফারুক আহমেদ দুলাল, নাজমুল হুদা শাকিল, বজলুর রহমান লিটন, বেল্লাল হোসেন, সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, পৌর, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমূখ।
কাউন্সিলের প্রথম অধিবেশন জাতীয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
আপনার মতামত লিখুন :