চাটখিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৯:০০ অপরাহ্ন / ৩৪০
চাটখিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

 

 

স্টাফ রিপোর্টোরঃ

মহান রবের ডাকে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া (৭৪)।

বুধবার ১৯ অক্টোবর দুপুর ১টায় ঢাকার নাখাল পাড়ায় তার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বিকেলে নাখাল পাড়ায় ১ম জানাজা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর জেলার চাটখিলে খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি খিলপাড়ার দত্তেরবাগ দূর্লব ভূঁইয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

পরিচ্ছন্ন রাজনীতিবিদ নোয়াখালী জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল আমিন ভূঁইয়া।

তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক সহ সর্বস্তুরের জনগণ অংশগ্রহন করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।