চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেজবুকে স্ট‍্যাটাস দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৯:১৩ পূর্বাহ্ন / ৪০৬
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের  ফেজবুকে  স্ট‍্যাটাস দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

জাকির হোসেন জাহাঙ্গীর এর ফেসবুক আইডির একটি পোস্ট শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই পোস্টে তিনি লিখেছেন, “কোন রাগ নয়, কোন দুঃখ নয়, কাহারো প্রতি কোন অভিমান নয়
আমি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নিলাম”।

এ ব্যাপারে জানার জন্য জাকির হোসেন জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এবং সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের বিষয়ে ফেসবুকে আমার আইডি থেকে যে স্ট্যাটাস দিয়েছি এটা সত্যি। খুব দ্রুত আমি জেলা আওয়ামী লীগের কাছে আমার পদত্যাগ পত্র হস্তান্তর করব।

তিনি আরও বলেন, দলের কারো প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই। দলের সকল নেতাকর্মীদের জন্য তিনি শুভকামনা জানান।

উল্লেখ্য, চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।