চুনারুঘাটে ছাগল হত্যার ঘটনায় বিল্লাল গ্রেপ্তার


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন / ৬৭
চুনারুঘাটে ছাগল হত্যার ঘটনায় বিল্লাল গ্রেপ্তার

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাও বাজারে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যার দায়ে বিল্লাল মিয়া(৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আটক বিল্লাল উপজেলার রানিগাও ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের মৃত মকবুল ওরফে কনা মিয়ার পুত্র। মঙ্গলবার ২৬ নার্চ বিকেলে বিল্লালকে আদালতে সোপর্দ করছে। এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়। জানা যায়, গত সোমবার প্রতিদিনের ন্যায় রানিগাঁও বাজারে বিল্লাল মিয়া কলা বিক্রি করে আসছিলেন। এসময় একই এলাকার সামছু মিয়ার একটি ছাগল বিল্লাল মিয়ার বিক্রি করতে আনা কলা খেয়ে ফেলে এবং কিছু কলা মাটিতে ফেলে নষ্ট করে। পরে বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে ছাগলটিকে আঘাত করলে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। ছাগলটির মৃত্যুতে মালিক সামছু মিয়া কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয় লোকজন টাকার বিনিময়ে রফাদফা করেন। এর মধ্যে মৃত ছাগলটির পাশে ছাগল ছানার দুগ্ধ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা যায় মৃত ছাগলের দুই বাচ্চা মায়ের দুগ্ধ পান করছে। ওই বিষয়টি নিয়ে অনেকেই হৃদয়বিদারক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত বিল্লাল কে তিরস্কার করেন। বিষয়টি চুনারুঘাট থানা পুলিশের নজরে আসলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই বিল্লাককে আটক করে আদালতে সোপর্দ করেন।