তোফায়েল আহমেদঃ
আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে আলোচনা সভা ও মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০ টায় চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথচারী,দোকানদার শ্রমিক মেহেনতি মানুষ সহ নারী-পুরুষের মাঝে লিফলেট বিতরণ করে।
চৌহালী উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ মোল্লার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা সাংগঠনিক টিম লিডার এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মিলন ইসলাম খাঁন।
তিনি বলেন; বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিএনপি নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ এবং সেই গণসমাবেশে কৃষক শ্রমিক,ছাত্র-যুবক সহ সংগ্রামী জনগণকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক টি. আহমেদ জাকারিয়া টুটুল, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু কায়েস ভূঁইয়া কর্নেল, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল,জাসাসের সদস্য সচিব মোঃ আব্দুল হালিম টুটুল, চৌহালী উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আব্দুল হাকিম বিএসসি, উপজেলা যুবদলের আহ্বায়ক কারী মইনুল ইসলাম, সদস্য সচিব আরমান হোসেন হাবিব, খাঁসকাউলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল রহমান শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিকদার।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :