সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক পৌরসভার তাঁতিকোনা গ্রামের বাসিন্দা জয় দাস ইসলাম ধর্ম গ্রহন করেছেন। বর্তমানে তার নাম রাখা হয়েছে মোঃ আহাদ ইসলাম (জয়)। তিনি একজন পরিপূর্ণ বয়সী ব্যাক্তি। ছোট বেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। সম্প্রতি নোটারী পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পাদন করে মোঃ আহাদ ইসলাম (জয়) তার ধর্মান্তরিত হবার বিষয়টি ঘোষণা দিয়েছেন। এ দিকে পাড়ার মুসলিম সমাজ মহান রাব্বুল আল আমিনের কাছে জয়কে কবুল ও তার নেক হায়াত কামনা করেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন তাকে ঈমান আক্বিদার পথে চলার তৌফিক দান করেন। ৷##
আপনার মতামত লিখুন :