কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে প্রায়ত জননেতা ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং সাবেক পশ্চিম বাংলার বিধানসভা র বিধায়ককের স্মরণসভা অনুষ্ঠিত হয়ে গেল মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম উচ্ছ বিদ্যালয় প্রাঙ্গণে। এই স্বরণ সভায় কয়েক হাজার মানুষ তার প্রিয় নেতা আবুল বাশার লস্করের স্মরণে নির্মিত বেদিতে মাল্যবান করেন। এবং দোয়া প্রার্থনা করেন। এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম বাংলার বিধানসভা র বিধায়ক প্রায়ত জননেতা আবুল বাসার লস্করের স্ত্রী ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেত্রী মাসকিনা বেগম ও তার বড়ছেলে এবং ছোট ছেলে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও সাবেক ভারতের লোকসভার সদস্য ও সাবেক বিধায়ক অধ্যাপক মনোরঞ্জন হালদার এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শৈবাল রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এ কে এম সাইদ ইমাম মন্ডল ও মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রূপ চাঁদ সাঁপুই সহ অন্যান্য ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এই সভার সভাপতি ছিলেন মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শামসুল হুদা লস্কর। এবং এই স্বরণ সভার পর প্রায়ত জননেতা আবুল বাসার লস্করের স্মৃতি র উদ্দেশ্যে একটি রক্তদান শিবির এর ব্যাবস্থা করা হয় এবং একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে কয়েক হাজার মানুষের উপস্তিত হয় এই অনুষ্ঠানে।।
আপনার মতামত লিখুন :