জাতিসংঘে গণহত্যার স্বীকৃতির দাবিতে কাল রংপুর সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ৭:৫০ অপরাহ্ন / ৬৭৭
জাতিসংঘে গণহত্যার স্বীকৃতির দাবিতে কাল রংপুর সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর মানববন্ধন

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা হয়। জাতিসংঘে কর্তৃক গণহত্যার স্বীকৃতির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে বাংলাদেশ। আগামীকাল ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশন জেনেভায় গণহত্যার বিষয়টি আলোচনা শুরু হবে। আলোচনায় বাংলাদেশের নিরিহ মানুষের উপর চালানো গণহত্যার স্বীকৃতির দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা শাখা আজ সকাল ১০টায় রংপুর প্রেসক্লাবে মানবন্ধন কর্মসূচি পালন করবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সকল ব্যক্তি ও সংগঠনকে দাঁড়িয়ে ‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’র ঐতিহাসিক দাবি বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল।
মানববন্ধনে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিবাদী কবিতা ও গান উচ্চারণ করা হবে।


There is no ads to display, Please add some