তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে তাস খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করেছে ডোমার থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মানিক মিয়া (৪২), একই এলাকার মৃত ইছামদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী মৌজা বামুনিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সহিদুল ইসলাম।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাব ইন্সপেক্টর আনিছুজ্জামান সঙ্গীয় ফোর্স দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বারবিশা বামুনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তাস খেলারত অবস্থায় তাদেরকে আটক করে। এবং বুধবার আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জুয়াড়িদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :