ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২২, ৫:২৬ অপরাহ্ন / ৪৩৫
ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রমগুলো সাধারন মানুষের মাঝে প্রচারের লক্ষে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান উপজেলায় নিয়োজিত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতে এ ব্রিফিং প্রদান করেন।

সাংবাদিকদের মাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, স্কুল/কলেজ/মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকল্পে এ ব্রিফিং এর আয়োজন করা হয়। বিফিং এ বলা হয় ১০ নভেম্বর সকাল ৯ টায় র‌্যালী, ৯.৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, দিনব্যাপী মেলা এবং বিকেল ৪ টায় সমাপনি ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


There is no ads to display, Please add some