ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ২:৪৪ অপরাহ্ন / ৪১৪
ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিক কর্ম পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে, ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের।

এছাড়াও উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. ইমরান আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ ফারহান তানভির, রাজাপুর থানা সেকেন্ড অফিসার সনজীব কুমার পাহলান সহ মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


There is no ads to display, Please add some