ট্রায়াল দেয়ার নামে মটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর সেই প্রতারক আটক


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ১২:১২ অপরাহ্ন / ৬২৮
ট্রায়াল দেয়ার নামে মটরসাইকেল  নিয়ে চম্পট, অতঃপর  সেই প্রতারক আটক

 

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

যশোরে র‌্যাব পরিচয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়া সেই প্রতারককে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ।

রবিবার (০ ২সেপ্টেম্বর) সকালবেলায় ঝিকরগাছা থেকে তাকে আটক করা হয়।

আটক হালিম মালী ওরফে সাত্তার খুলনার পাইকগাছার শ্যামনগর গ্রামের মহর আলীল ছেলে।

ডিবি পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝুমঝুমপুরে কবির মোটরওয়ার্কসপের মেকানিক মিন্টুর কাছে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে একটি পালসার মোটরসাইকেল কেনার প্রস্তাব দেয় হালিম। পরে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় । পরে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম প্রথমে ঝিকরগাছা থেকে আটক করে চোর হালিম মালীকে।
তার তথ্যের মতে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমনি শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় শহরের পালবাড়ি এলাকার হালিমের ছেলে মিন্টু বাদী হয়ে মামলা করেন। শনিবার হালিমকে আদালতে সোপর্দ করা হয়।