এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ২০২২ ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আগামী ৩ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তার ডিজিটাল কর্মকান্ড প্রদর্শনী করবে।
সোমবার বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, পুলিশের উপপরিদর্শক ছরোয়ার হোসেন, জর্জএকাডেমী সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে নানা তথ্য তুলে ধরে জন সাধারণের মাঝে সচেতনতা প্রচার করবে।
আপনার মতামত লিখুন :