তাকওয়া পরিবহনের চেয়ারম্যান জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ মিছিল


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৭:৫৮ অপরাহ্ন / ৫৩৪
তাকওয়া পরিবহনের চেয়ারম্যান   জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ মিছিল

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে তাকওয়া পরিবহনের চেয়ারম্যান মঈনুল হোসেন ‘মিথ্যা মামলা’ থেকে জামিনে মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছেন তারাকান্দি ট্রাক ও ট্রাংকলডীর মালিক সমিতি।

গত শনিবার (১২নভেম্বর) দুপুরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে দিগপাইত এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ উল্লাস করে তারাকান্দি এলাকায় এসে অবস্থান করেন।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল চলা কালে মঈনুল হোসেন ও জামাল মিয়া নামে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় তারাকান্দি তদন্তকেন্দ্রর পুলিশ বাদী হয়ে উভয় গ্রুপের ১২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় শনিবার দুপুরে গ্রেফতার হওয়া মঈনুল হোসেন কারাগার থেকে ১০দিন পর জামিনে মুক্তি পায়। পরে তার সমর্থক গোষ্ঠীর ব্যক্তিবর্গরা আনন্দ মিছিল করে মঈনুলকে ফুলের মালা দিয়ে বরণ করেন।