ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা শনিবার সকাল ৯ঘটিকায় তেতৈতলা ঈদগা-গোরস্থান কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইউঃপি সদস্য,প্যানেল চেয়ারম্যান ও কমিটির সভাপতি মোঃরিটু প্রধান, সাঃসম্পাদক মোঃ মনিরুল ইসলাম মহসিন এর সঞ্চালনায় মোঃরিটু প্রধানকে সভাপতি ও মোঃমনিরুল ইসলাম মহসিনকে সাধারণ সম্পাদক এবং আজিজুল হক পার্থকে যুগ্ম সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয় ।
অন্যান্য সদস্যরা হলেন সিনিঃসহ-সভাপতিঃ মোঃহাবিবুর রহমান,সহ-সভাপতিঃদেওয়ান হারুন অর রশিদ, সহ-সভাপতিঃজুবায়েদুর রহমান,সহ-সভাপতিঃহেলাল উদ্দীন ভূঁইয়া,সহ-সভাপতিঃতোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদকঃ মোঃমনিরুল ইসলাম মহসিন
,যুগ্ম সম্পাদকঃনুরুল আলম ভূঁইয়া
,সাংগঠনিক সম্পাদকঃহাসান মাহামুদ রিপন,সহ-সাংগঠনিক সম্পাদকঃফারুক আহম্মেদ রিপন, কোষাধ্যক্ষঃ ইলিয়াছ সাদেক স্বপন
,প্রচার সম্পাদকঃজাহাঙ্গীর আলম সকি সহ-প্রচার সম্পাদকঃনাছির উদ্দীন ,নিরক্ষন সম্পাদঃমোঃশওকত আকবর মাষ্টার, কার্যকরী সদস্যঃআবুল হোসেন প্রধান, ইঞ্জিঃমহিদুল ইসলাম মিশন, হাজী মোস্তফা কামাল, এম এ হাকিম, মোঃ আলাউদ্দিন,, মোঃকাইয়ুম প্রধান,মোঃরিপন প্রধান, আমান উল্লাহ.মিলন ফকির, মোঃরুমেল মিয়া, হযরত আলী সরকার,মাসুদ রানা, মাজহারুল ইসলাম তুহিন, মাহাবুবুল আলম মনির, দেলোয়ার হোসেন রিপন।সভা শেষে গোরস্থান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও পরিদর্শন করা হয় এ সময় কবরবাসীর জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :