দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য সফর-২০২৪ খ্রি. অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন / ২০৫
দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য সফর-২০২৪ খ্রি. অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য সফর-২০২৪ খ্রি. ভান্ডারিয়া হরিণ পালা সকাল-সন্ধ্যা ইকোপার্ক অনুষ্ঠিত হয়।


২ মার্চ-২০২৪ শনিবার সকাল-সন্ধ্যা দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য সফর-২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া হরিণ পালা ইকোপার্ক। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু ফকির। সভায় আলোচনা করেন সাবেক অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী, অধ্যাপক আ. হাকিম, অধ্যক্ষ আলমগীর হোসেন, মু. আল-আমীন বাকলাই সাধারণ সম্পাদক কবিতাচক্র ঝালকাঠি, প্রাক্তন সচিব মহাদেব বসু, মো. শাহীন ভূইয়া সাধারণ সম্পাদক দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ, কবি জামাল আযাদ, অধ্যক্ষ হোসনে আরা, মাসুদ খান, প্রাণকৃষ্ণ, উৎপল চক্রবর্তী, টুলু কর্মকার, দীলিপ কুমার মিস্ত্রী প্রমুখ।

কবিতা পাঠ করেম কবিতার ফেরিওলা শহিদুল ইসলাম, অনিতা পাণ্ডে, কোহিনুর বেগম, মাহমুদা খানম সাংবাদিক সুমন বেপারী, জিল্লুর রহমান জিল্লু, এনায়েত তালুকদার, মামুন, সুমন ভূইয়া, জান্নাতি আক্রান্ত স্বর্ণা, উপস্থাপনা করেন জুলফিকার আমিন সোহেল।