দাগনভূঞায় দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ২:৩৭ অপরাহ্ন / ৪২১
দাগনভূঞায় দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

 

আবদুল্লাহ আল মামুন:
‘‘সৌর বিদ্যুতের সম্ভাবনা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় দিনব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ বিজয় চত্বরে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় দিন ব্যাপি এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মেলার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। পরে বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন তারা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহ্রাজ শারবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাক আহমেদ। মেলায় অংশ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মেলায় ২৭টি স্টলের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। এছাড়াও ৪৪ তম বিজ্ঞান ও প্রযু্িক্ত মেলায় কুইজ, বিজ্ঞান বিষয়ক বক্তৃতা অংশ নেয়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন এবং উন্নত বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে কাজ করছে সরকার। এই কাংখিত গন্তব্যে উপনীত হওয়ার জন্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রয়োজন। বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তার খোরাক দেবে এবং মেলায় প্রদর্শিত প্রযুক্তিগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত ও উৎসাহিত হবে।


There is no ads to display, Please add some