দাগনভূঞায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ১:২৪ পূর্বাহ্ন / ৪৮৩
দাগনভূঞায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ

 

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা (ফেনী )

দাগনভূঞায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সোমবার (২১ নভেম্বর)  সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডাঃ আশিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান রাজু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুনন্দ সেন ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এন্টিবায়োটিক যাতে চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন রোগী সেবন না করে, অতিরিক্ত সেবনের কুফলসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় ।


There is no ads to display, Please add some