দাগনভূঞা প্রতিনিধি ঃ
দাগনভূঞায় বিশ্ব সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সমাজকর্মী জনি শ্যাম। এসময় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের ব্যক্তি মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে যেন মানবতাবোধের উন্মেষ ঘটে। এ আলোচনা সভার মাধ্যমে সমাজের সবার মধ্যে যেন মানবতাবোধ ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :