দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৮:৪০ অপরাহ্ন / ৪৮৬
দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ

 

দাগনভূঞা প্রতিনিধি:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা চারণ সাংস্কৃতি কেন্দ্রের আয়োজনে বাউল সম্রাট, মানবতাবাদী লালন শাহ এর ১৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) বিকেলে চারন সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চারণের সভাপতি অর্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু ভৌমিকের সঞ্চালনায় আলোচনা করেন ফেনী জেলা চারণের উপদেষ্টা ও জেলা বাসদের আহ্বায়ক মালেক মনসুর, চারণের জেলা উপদেষ্টা ও জেলা বাসদের সদস্য হারাধন চক্রবর্তী, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও চারণের প্রশিক্ষক সুনিল দেবনাথ।
এসময় বক্তারা বলেন, লালনের দর্শন হলো মানুষের প্রতি মানুষের টান, মাটির প্রতি ভালোবাসা, মানব চিন্তা চেতনা বিকাশ যা অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমাদের সে পথে যেতে হবে। সভা শেষে চারণের শিল্পিরা লালনের গান পরিবেশন করেন।


There is no ads to display, Please add some