দেওয়ালের টেক যুব সমাজ কর্তৃক আয়োজিত রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট২০২২ইং অনুষ্ঠিত মোঃ মুক্তাদির হোসেন।


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ন / ৪৬৫
দেওয়ালের টেক যুব সমাজ কর্তৃক আয়োজিত রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট২০২২ইং অনুষ্ঠিত  মোঃ মুক্তাদির হোসেন।

মোঃ মুক্তাদির হোসেন।

বিশেষ প্রতিনিধি।

মাদক কে না বলুন, সুস্থ সমাজ ঘরে তুলুন, এই স্লোগানকে সামনে রেখে হোক ক্রিকেট খেলা যুবসমাজের আত্ম অহংকার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌর সভার ০১নং ওয়ার্ডের দেওয়ালের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ সন্ধ্যা ০৯ঃ৩০মিনিটের সময় দেওয়ালের টেক যুব সমাজ কর্তৃক আয়োজিত ফইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলম ভূইয়া ্মালিক রাজধানী হোটেল, কালীগঞ্জ বাজার,
খেলার উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ৷ অলি উল্লাহ,পেশ ইমাম দেওয়ালের টেক জামে মসজিদ, খেলায় প্রতিদ্বন্দিতা করেন কামাল একাদশ বনাম স্বপন একাদশ।
২০ ওভারের খেলায় বিজয় লাভ করেন স্বপন একাদশ, কামাল একাদশ ১২১ রান নিয়েছে, স্বপন একাদশ ০৪ উইকেটে ১২২ রান নিয়েছে, স্বপন একাদশ ৬ উইকেট লাভ করেন।
বিজয়ী দল হিসাবে টেলিভিশন পুরুষ্কার হিসেবে দেয়া হয়,রানার আপ দলের জন্য দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

প্রধান অতিথি পুরস্কার বিতরণের পূর্বে তার বক্তব্যে বলেন যুব সমাজ আমাদের সমাজের অহংকার, দেশের বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, তাই আমরা যুব সমাজরা যেন কোন নেশার প্রতি বা মাদকে আসক্তি না হয়, আমাদের সেই দিকে নজর রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরা ঠিক মতন বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেই দিকে নজর রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরা কার সাথে চলাফেরা করে সেই খবর আমাদের রাখতে হবে।
যুব সমাজ যেন কোন অসৎ সঙ্গে জড়িয়ে না পড়ে আমাদের সেই দিকে নজর রাখতে হবে।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুব সমাজের দিকে নজর রাখি,খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে, তাই আমি বলবো যুব সমাজের প্রতিটি যুবকই যেন খেলাধুলায় অংশ নিতে পারে, আমার সাধ্যমত কিছু করতে চেষ্টা করি।
তোমরাই আগামীর ভবিষ্যৎ, দেশ ও জাতি তোমাদের কাজ থেকে ভালো কিছু আশা করে।
আমি চাই প্রতি বছর এমন ক্রিকেট টুনামেন্টের আয়োজন করুন, তা হলে যুব সমাজ নেশা থেকে বিরত থাকবে,শরীর ও মন চাঙ্গা থাকবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
খেলা পরিচালনা করেনঃ মোঃ ইউসুফ ও সোহরাব, ইসাক,মুস্তাকিন,রতন,হয়রত আলী,শহীদুল্লাহ।
সার্বিক সহযোগিতায় ছিলেন দেওয়ালের টেক গ্রাম বাসী ও যুব সমাজ।


There is no ads to display, Please add some