হিলি প্রতিনিধি
দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি), বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। এ সংবাদ লেখা পর্যন্ত নতুন কমিটি ঘোষনা করা হয়নি।
০৯.১১.২২
আপনার মতামত লিখুন :