নিয়়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক সনজিত কুমার দাস


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৫:৩৩ অপরাহ্ন / ৫০৭
নিয়়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক সনজিত কুমার দাস

 

নিয়ামতপুর নওগাঁ সংবাদদাতা ঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মডেল প্রেসক্লাবের দৈনিক ভোরের ডাক, দৈনিক গৌড় বাংলা ও নগর টিভির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম সভাপতি ও দৈনিক আজকের কণ্ঠ প্রতিনিধি সনজিত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ ও নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডলকে উপদেষ্টা করে ,আগামী ১৫ অক্টোবর ২০২২ হতে দুই বছরের মেয়াদে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আইনুল হক (দৈনিক মানবকন্ঠ) সহ-সভাপতি আব্দুল আজিজ (দৈনিক জাগ্রত নিউজ) যুগ্মসাধারণ সম্পাদক কাশিদুর রহমান (দৈনিক জনতার অধিকার) সংগঠন সম্পাদক শরিফুল ইসলাম (বদ্বীপ বাংলাদেশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান (ডেইলি দিশারী বার্তা ও দৈনিক সবুজ দিগন্ত) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (ভয়েস অফ নওগাঁ) অর্থ সম্পাদ মোফাজ্জেল হক (দৈনিক দেশ কালান্তর ও দৈনিক স্বাধীন বাংলা) আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক আলোর সন্ধান ও অল নিউজ) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল হোসেন (এশিয়ান টোয়েন্টি ফোর) কার্য নির্বাহী সদস্য আবু তালেব (দৈনিক সোনালী বার্তা) জুলিয়াস হোসেন টুটুল (দৈনিক দেশ প্রতিদিন) তাইজুল ইসলাম (এম পোস্ট নিউজ) আব্দুল কাদের (আই এম নিউজ)

এ/ মনি ২১


There is no ads to display, Please add some