নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবদুল বারী,  সাধারণ সম্পাদক হামিদার রহমান নির্বাচিত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ১১:৪০ অপরাহ্ন / ৪৪৩
নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবদুল বারী,  সাধারণ সম্পাদক হামিদার রহমান নির্বাচিত

Error: Contact form not found.

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো …. এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার সম্মেলন–২০২২ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) গত মঙ্গলবার  ১৫ নভেম্বর দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে নীলফামারী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার আহবায়ক মায়নুল হক এর সভাপতিত্বে ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । সম্মেলন উদ্বোধক ও  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম-সাবেক কমান্ডার, সৈয়দ রাজিয়া মোস্তফা-প্রেস সেক্রেটারী-বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো আঃ আজিজ চৌধুরী সাঈদ ও বিভাগীয় সাধারণ সম্পাদক  এনামুল হক স্বাধীন, সাজেদুল ইসলাম(রাজু শিকদার)। বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী  জেলা শাখার  কাউন্সিলে মোঃ আবদুল বারীকে সভাপতি ও হামিদার রহমানকে সাধারণ সম্পাদক করে, নীলফামারী জেলা সদর শাখার কমিটির সভাপতি এহসানুল হক রনি এবং সাধারণ সম্পাদক সামিউল আলম সায়মন কে, নির্বাচিত করা হয়।