নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবদুল বারী,  সাধারণ সম্পাদক হামিদার রহমান নির্বাচিত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ১১:৪০ অপরাহ্ন / ৪৭০
নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবদুল বারী,  সাধারণ সম্পাদক হামিদার রহমান নির্বাচিত

Error: Contact form not found.

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো …. এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার সম্মেলন–২০২২ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) গত মঙ্গলবার  ১৫ নভেম্বর দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে নীলফামারী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার আহবায়ক মায়নুল হক এর সভাপতিত্বে ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । সম্মেলন উদ্বোধক ও  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম-সাবেক কমান্ডার, সৈয়দ রাজিয়া মোস্তফা-প্রেস সেক্রেটারী-বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো আঃ আজিজ চৌধুরী সাঈদ ও বিভাগীয় সাধারণ সম্পাদক  এনামুল হক স্বাধীন, সাজেদুল ইসলাম(রাজু শিকদার)। বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী  জেলা শাখার  কাউন্সিলে মোঃ আবদুল বারীকে সভাপতি ও হামিদার রহমানকে সাধারণ সম্পাদক করে, নীলফামারী জেলা সদর শাখার কমিটির সভাপতি এহসানুল হক রনি এবং সাধারণ সম্পাদক সামিউল আলম সায়মন কে, নির্বাচিত করা হয়।


There is no ads to display, Please add some