নীলফামারীতে ১৬৫টি সরকারী সিলমোহর উদ্ধার, আটক ২


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন / ৪২৪
নীলফামারীতে ১৬৫টি সরকারী সিলমোহর উদ্ধার, আটক ২

 

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সরকারী বিভিন্ন সরকারী দফতরের প্রধানের ১৬৫টি সিলমোহরসহ দুই জন কে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
তারা হলেন ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট এলাকার কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম(৫১) ও উত্তর তিতপাড়া গ্রামে নছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ভুট্টু(৪৯)।
পুলিশ জানায়, সরদারহাট এলাকায় মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫টি সিলমোহর ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় ডিমলা থানার উপ-পরিদর্শক(এসআই) জাহিদ হাসান বাদী হয়ে দু’জনকে আসামী করে একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) লাইছুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ(ভুমি) ক্যাডার অফিসার, প্রথম শ্রেণির বিভিন্ন সরকারী দফতরের প্রধানের সিলমোহর পাওয়া যায়।
এসব সিলমোহর প্রতারণার কাছে ব্যবহার করতো তারা। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।