নীলফামারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ২:৪৮ অপরাহ্ন / ৩৫৭
নীলফামারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

 

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা  প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য-১৩ নীলফামারী-২ আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর সবুর, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদারসহ সমবায়ের সকল কর্মকর্তা ও কর্মচারিরা।