পন্ঞ্চগড়ের লোকালয়ে আসা হনুমানটি উদ্ধার করেছে প্রশাসন


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৯:৩৬ অপরাহ্ন / ৬২৪
পন্ঞ্চগড়ের লোকালয়ে আসা হনুমানটি  উদ্ধার করেছে প্রশাসন

পন্ঞ্চগড় প্রতিনিধি ঃ

পঞ্চগড়ে একটি হনুমান উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর)রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল শিতলী হাসনা এলাকার মােজাহিদুল ইসলাম মিলন খানের বাড়ি থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
এর আগে স্থানীয়রা দুপুরে হনুমানটি লোকালয় থেকে আটক করেন।

স্থানীয়রা জানায়,শুক্রবার দুপুরে কয়েকটি ছাগলের সাথে দলবেঁধে ঘুরছিল হনুমানটি। ধান কাটার সময়ে কয়েকজন লোক দেখতে পেয়ে অনেক ছোটাছুটির পর আখ ক্ষেত থেকে আটক করে।তবে তারা হনুমানটিকে গোপনে বিক্রি করার চেষ্টা করেছিল।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক
হনুমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদ পেয়ে বন বিভাগের লোকজনকে হনুমানটি উদ্ধারের জন্য প্রেরন করা হয়েছিল।আগে হনুমানটির স্বাস্থ্য পরিক্ষা করা হবে। আগামীকাল সিদ্ধান্ত হবে কোথায় রাখা যায়।


There is no ads to display, Please add some