মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরে পানিতে পড়ে আবু তালহা নামে দেড় বছরে এক শিশুর মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল পুকুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত তালহা ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, সোমবার সকালে শিশুটির দাদা তজিবর রহমান বাড়ির পাশের একটি ক্ষেতে গরু বাঁধতে যাচ্ছিলেন।
শিশু তালহাও তার দাদার পিছু নেয়। এসময় শিশুটি তার দাদাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের একটি পুকুরে ধারে গেলে অসাবধানতাবশত পুকুরে পানিতে পড়ে।
পরে তাকে পরিবারের সদস্যরা শিশু তালহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে তারা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :