পাবনার ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন / ২১১
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

লাবলু বিশ্বাস,পাবনা প্রতিনিধি

 

আজ সোমবার (২৭ নভেম্বর) রাত স ৮.৩০ মিনিটেট সময় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ।

ট্রেনে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু মণ্ডল জানান, রাত ৮.৩০ মিনিটের সময় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উক্ত ট্রেনের একটি বগিতে আগুনে ১১টি সিট পুড়ে গেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন ও নিশ্চিতভাবে জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং রেলওয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


There is no ads to display, Please add some