ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আজিজুর রহমান নামের এক মালয়েশিয়া প্রবাসী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়ের শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার কলালামপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান মোল্যা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে কালাম মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজিজুর রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি গত প্রায় এক বছর আগে মালয়েশিয়া যান। শনিবার তাঁর পরিবারে নিকট সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথার মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, প্রায় এক বছর আগে আজিজুর মালয়েশিয়ায় পারিজমান। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলতো তার বাবা-মায়ের সংসার। শনিবার সন্ধ্যার পরে মালয়শিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়।
তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মালশিয়ায় সালথা এলাকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :