ফুলছড়িতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৯:২৭ অপরাহ্ন / ৪৩৪
ফুলছড়িতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ঃ

গাইবান্ধার ফুলছড়িতে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,
উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আবুল কাশেম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। সভায় ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


There is no ads to display, Please add some