ফুলপুরে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় যুব দিবস পালন


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ১১:১৩ অপরাহ্ন / ৪০৯
ফুলপুরে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় যুব দিবস পালন

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে ফুলপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁইয়ার সঞ্চালনায়
উপস্থিত ছিলেন,

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান( হাবিব), পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে আমাদের বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সরকার যথেষ্ট সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দেশ ও মানুষের কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন।