বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার এক আসামী। ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীতে সৃষ্টি হয় তীব্র অস্বস্তি।
পালিয়ে যাওয়া আসামির নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি ওই এলাকার নছির আকন্দের ছেলে।
সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দিতে জেলা কারাগার থেকে আনা হয়েছিল। তবে হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময়, আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।
আপনার মতামত লিখুন :