বগুড়ায় মদ্যপ যুবকের ককটেল হামলায় দুই পুলিশ আহত


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন / ১৫৯
বগুড়ায় মদ্যপ যুবকের ককটেল হামলায় দুই পুলিশ আহত

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ায় মদ্যপ এক যুবকের ককটেল হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন রাত ৮টার দিকে শহরের হাকির মোড় ঘুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহাবুব হোসেন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন।

তিনি জানান, শহরের ঘুনপাড়া এলাকায় খোকন নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে মারধর করেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান হিমুর মাধ্যমে বিষয়টি জেনে ওই এলাকায় যান দুই পুলিশ সদস্য। এরমধ্যে মদ্যপ ব্যক্তি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যদের ওপর ককটেল নিক্ষেপ করেন।

ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে মাহবুবের পা ও হাত এবং আব্দুর রশিদের মুখ আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


There is no ads to display, Please add some