নাজিরুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজারের চাঞ্চল্যকর শহিদুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা। সে উপজেলার কিচক-মল্লিকপুর গ্রামের মৃত ইসহাক প্রামানিক এর ছেলে।
পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে সিআইডির একটি চৌকস রোববার (২ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে কিচক বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলা (শিবগঞ্জ থানার মামলা নং-৫৭, তারিখ-২৬/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ) সূত্রে জানা যায়,গত ২৪/০২/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার সময় ভিকটিম শহিদুলকে আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস কিচক বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে সাধারণ সম্পাদক পদ হতে পদত্যাগ করতে বললে ভিকটিম শহিদুল রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর আসামীগণ ধারালো চাকু দিয়ে ভিকটিম শহিদুলকে পেটে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে । জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সিআইডি।
আপনার মতামত লিখুন :