বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ১১:৩৪ অপরাহ্ন / ৪৩২
বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

 

পলাশ হোসেন, রংপুরঃ

আজ শপথ গ্রহণের একদিন আগেই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন রংপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছাদ্দেক হোসেন বাবলু। রোববার(১৩ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় অবস্থান করে কবর জিয়ারত করেন। এসময় তার সহধর্মীনি উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন। সোমবার দুপুর ১২(বার ঘটিকায়) ১৪ নভেম্বর বঙ্গভবনে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহানমুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমি তার আদর্শের অনুসারী। তাই রংপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথের আগে এই মহানব্যক্তির কবর জিয়ারত করলাম। শপথ শেষে ১৫ই নভেম্বর রংপুরে আসবেন।


There is no ads to display, Please add some