বড়বাড়ী ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা লিমন বিজয়ী!


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২২, ৮:১৬ অপরাহ্ন / ৪২৭
বড়বাড়ী ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা লিমন বিজয়ী!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা লিমন (ঘোড়া) প্রতীক নিয়ে ৮হাজার ৯শত ৫২টি ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তবে এবার প্রথম বারের মতো ইভিএম মেশিন ভোট হওয়ায় কিছু ভোটার তাদের ভোট দিতে পারেনি। আর দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন অনেক চেষ্টা করেও আঙ্গুলের ছাপ মেলাতে না পাড়ায় ভোট নিতে পারেননি।

বুধবার (২ নভেম্বর) সকালে উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও কয়েকটি ইভিএম মেশিনে ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি কিছু ভোটার। এ নিয়ে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে অনেক ভোটার আবার ইভিএম মেশিন ভোট দিতে পেরে খুশি ও উচ্চাস প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ইউনিয়নটির নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবি অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেন। এতে ওই পদটি শূন্য ঘোষণা করেন লালমনিরহাট জেলা নির্বাচন কমিশন। বড়বাড়ী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ২২জন। তাদের পুরুষ ভোটার সংখ্যা ১১হাজার ২০জন এবং নারী ভোটার সংখ্যা ছিল ১০হাজার ৮শত ২জন।মোট ১০টি কেন্দ্রে, ৬৫ টি বুথে ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যম্ত। এরপর সন্ধ্যার আগেই সব কেন্দ্রের দায়ীত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রে বে-সরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন।

তাদের ঘোষণা অনুযায়ী বড়বাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র নাজমুল হুদা লিমন (ঘোড়া) বরাদ্দকৃত প্রতীকে ৮হাজার ৯শত ৫২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগের এস এম আশরাফুল হক মিঠু (নৌকা) বরাদ্দকৃত প্রতীকে২হাজার ৭শত ৪৬টি ভোট পেয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ একরামুল হক (হাতপাখা) বরাদ্দকৃত প্রতীকে ৪শত ৯৬টি ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (মোটর সাইকেল) বরাদ্দকৃত প্রতীকে ৬৪টি ভোট পেয়েছেন।


There is no ads to display, Please add some