মাহফুজা জামান
তাং:১৪/০২/২০২৫
বসন্ত বাতাস বলে গেছে কানে কানে
বুকের গভীর হতে ডাকে গানে গানে।
তোমাতে যেনো ডুবে আছি নিশি দিন
জমায়েছি যত প্রেম ভালোবাসা ঋণ।
না থেকেও জুড়ে আছো ঘিরে রাখো
মনের ক্যানভাসে এ মুখচ্ছবি আঁকো।
হাজার বসন্ততে তুমি বাসন্তী বিলাস
কৃষ্ণচূড়ার রঙে লালে লাল উৎল্লাস।
বেদনাতে তুমি দাও সুখ বার্তা আনি
প্রেম তুমি ভালোবাসাতে অভিমানী।
ছন্দের তালে সুর কবিতা সেই চরণে
বুকেতে যদি রাখো সুখ পাবো মরণে।
কোকিলের গানে গানে বাজে কানে
শিমুল পলাশেেরা রঙে রঙে জানে।
কতখানি জুড়ে আছো ছড়ায়ে সুখে
পৃথিবীর যতো সুখ হাসি মাখা মুখে।
মাহফুজা জামান
আপনার মতামত লিখুন :