বাঙালির বৈশাখ


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৯:১১ অপরাহ্ন / ৯৯
বাঙালির বৈশাখ

-নুসরাত জাহান দিনা
আতার্তুক সরকারি মডেল হাই স্কুল
দশম শ্রেণি।

 

এসেছে বৈশাখ নতুন করে মোদের অন্তরে
আনন্দে তাই চোখে ঝিলিক, খুশির রোশনাই প্রান্তরে
গ্রাম্য-মেলা, হাতির খেলা, তালপাতাঁর বাশিঁ
মিঠাই-মন্ডা, বাহারী খেলনা শিশুদের কত খুশি!
দামাল ছেলের দল রং-বেরঙের মুড়ি ওড়ায় উত্তর আকাশে
কাটাকাটি ছোটাছুটি চলে অদ্ভুত আনন্দে মাদল বাতাসে।
হঠাৎ ঝড়ে আম পড়ে গাছের তলায় রাশি রাশি বেশ
খোকাখুকুর দল সদলবলে কুড়িয়ে আনে আনন্দের থাকে রেশ।
সোনালি ধানে মৌ মৌ করে বাংলার মাঠের পরে মাঠ
বৈশাখ মাসে ঝলমল করে গ্রামের বাড়ি-ঘাট।

নুসরাত জাহান দিনা

কবিতার আসর বিভাগের আরো খবর

আরও খবর